গুজরাতের বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ১৭ শ্রমিক
Explosion at firecracker factory in Gujarat, at least 17 workers dead

Truth Of Bengal: এবার গুজরাতের বনাসকাণ্ঠায় বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন শ্রমিক। তবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুরো ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ।
#WATCH | Gujarat | Explosion occurs in a factory in the industrial area in Deesa, Banaskantha district; Five workers dead, says Collector. pic.twitter.com/PYkmn4UVeW
— ANI (@ANI) April 1, 2025
বিস্ফোরণের তীব্রতার জেরে ভেঙে পড়েছে কারখানার একাংশ। আশঙ্কা করা হচ্ছে যে এই ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছে বেশ কয়েকজন শ্রমিক। বেআইনি ভাবে বাজি কারখানাতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল বলে স্থানীয়দের একাংশের অভিযোগ।
এই ভয়ঙ্কর দুর্ঘটার বিষয়ে বনাসকাণ্ঠার জেলাশাসক মিহির পটেল বলেন, ‘‘আজ সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা দীসা শিল্পতালুক এলাকায় একটি বড় বিস্ফোরণের খবর পেয়েছি। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত অনেক শ্রমিককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের অভিঘাত এতই শক্তিশালী ছিল যে, কারখানাটি ধসে পড়েছে।’’