আন্তর্জাতিক

জুম্মার নমাজ পড়ার সময় ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৭০০ জন, দাবি মায়ানমারের মুসলিম সংগঠনের

700 people died in earthquake while offering Friday prayers, claims Myanmar Muslim organization

Truth Of Bengal: শুক্রবার মায়ানমারে তীব্র ভূমিকম্প চলাকালীন সে দেশের মসজিদগুলিতে জুম্মার নমাজ চলছিল। প্রবিত্র রমজান মাসে মসজিদে নমাজ পড়ার সময় প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ জন। এমনটাই জানিয়েছে মায়ানমারের এক মুসলিম সংগঠন। এই ভূমিকম্পের তীব্রতা মাত্রা রিখটার স্কেলে ৭.৭। এই ভূমিকম্পের উৎসস্থল মান্দালয়। শুক্রবারের ভূমিকম্পে সে দেশের ৬০টি মসজিদ ভেঙে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ‘স্প্রিং রেভলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্ক’ কমিটির সদস্য টুন কি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই ভূমিকম্পে অন্তত ১,৭০০ জন প্রাণ হারিয়েছেন। তবে মুসলিম সংগঠনের দাবি অনুযায়ী ওই ৭০০ জনের মৃত্যুর খবর এই ১৭০০-এর মধ্যে নথিবদ্ধ রয়েছে কি না, তা অস্পষ্ট। স্থানীয় কিছু সংবাদমাধ্যম কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছে। যেখানে দেখা গিয়েছে ভূমিকম্পের সময় বেশ কিছু মসজিদ ভেঙে ভেঙে পড়ছে, মানুষ চারিদিকে দৌড়োদৌড়ি শুরু। টুন জানিয়েছেন, ভেঙে পড়া মসজিদগুলির বেশিরভাগই বহু বছরের পুরনো।

সোমবার ধ্বংসস্তূপ সরিয়ে আরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে সেনা সরকার। সেনা সরকারের মুখপাত্র মেজর জেনারেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩,৪০০ জন ওদিনের ওই ভূমিকম্পে আহত হয়েছেন। ওই দিনের পর থেকে ৩০০ জনের নিখোঁজ। তবে এর অধিক আর কিছুই তিনি বলেননি।

Related Articles