কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত বাংলার যুবক
Bengal youth killed in Kamakhya Express accident

Truth of Bengal: সাতসকালে কটকে দুর্ঘটনার কবলে পড়ে কামাখ্যা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাওয়ার পথে কটকে লাইনচ্যুত হয়ে যায় অন্তত ১১টি বগি । এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলারে যুবক । নিহত ওই যুবক, আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সেইসঙ্গে এদিনের দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। আচমকাই পথে ওড়িশার মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলের কাছ দিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে পড়ে কামাখ্যা এক্সপ্রেস। এরপরই বন্ধ হয়ে যায় ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন যাত্রীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
বলা বাহুল্য, এই প্রথম নয়। একবার দেশে ঘটছে ট্রেন দুর্ঘটনা। বারবার কেন এমন ট্রেন দুর্ঘটনা হচ্ছে তা নিয়ে ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।