দেশ

দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস

Sabarmati-Kamakhya Express derails

Truth of Bengal: ফের ট্রেন দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে সবরমতী- কামাখ্যা এক্সপ্রেস। রবিবার কটকের চৌদ্বারের নির্গুন্ডি স্টেশনের কাছে কামাখ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। এখন পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে,  ট্রেনের বগিগুলি লাইনচ্যুত হওয়ার পরেই সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছননি। তাই  লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। আচমকাই পথে ওড়িশার মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলের কাছ দিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে পড়ে কামাখ্যা এক্সপ্রেস। এরপরই বন্ধ হয়ে যায় ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন যাত্রীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

বলা বাহুল্য, এই প্রথম নয় । একবার দেশে ঘটছে ট্রেন দুর্ঘটনা। বারবার কেন এমন ট্রেন দুর্ঘটনা হচ্ছে তা নিয়ে ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

 

 

Related Articles