বেহাল সেতু দিয়েই যাতায়াত! চরম সমস্যায় স্কুল পড়ুয়া-সহ সাধারণ মানুষ
Commuting over the dilapidated bridge! School students and ordinary people face extreme problems

Truth Of Bengal: কাঠের সেতুর বিপদজনক ভগ্ন অবস্থা, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী থেকে এলাকাবাসীদের। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ব্লকের কাঠের সেতুটি বেহাল অবস্থা হওয়ায় চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ।
গ্রামের ছাত্র-ছাত্রীরা স্কুলে যাতায়াত করতে হয় এই সেতু পেরিয়েই। হেঁটে গেলও সেতুটা টলোমল করে। আর সাইকেল কিংবা বাইকে চেপে গেলে তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত। সেতুর মাঝ থেকে খসে পড়েছে কাঠের অংশ, আবার কোন কোন অংশে ব্যারিকেড ভেঙে জলে মিশে যাওয়ার মত অবস্থা। কিন্তু এই পথ ছাড়া আর অন্য রাস্তাই বা কোথায়? তাই বাধ্য হয়ে প্রাণ হাতে করে এক প্রকার কাঠের সেতু দিয়ে চলে যাতায়াত।
বর্তমানে ওই সেতুটি কয়েক বছর হয়ে গেল ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। ওই সেতুর উপর দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী, অসুস্থ রোগী এবং অফিস যাত্রীরা যাতায়াত করে। এলাকায় খাড়ির দু’ধারে ঘনবসতিপূর্ণ এলাকা। এই অবস্থায় এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনের কাছে দারস্থ হলে সেতু সংস্কারের আশ্বাস দেওয়া হয়।