দেশ

গ্রীষ্মে ভ্রমণের চাহিদা মেটাতে তৈরি অতিরিক্ত ২৩,০০০ বার্থ

Additional 23,000 berths ready to meet summer travel demand

Truth Of Bengal: যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে আসানসোল-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) স্পেশাল চালু করার মাধ্যমে অতিরিক্ত ২৩,০০০ বার্থ তৈরি করা হবে। গ্রীষ্মকালে ভ্রমণের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করে রেলওয়ে যাত্রীদের সুবিধাজনক এবং আরামদায়ক পরিবহণ বিকল্পগুলি সরবরাহ করার চেষ্টা করে। গ্রীষ্মকালে ভ্রমণের প্রতি আগ্রহ বৃদ্ধির ফলে ট্রেনের টিকিট পেতে প্রায়শই চ্যালেঞ্জ তৈরি হয়। তাই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রে জানা গিয়েছে।

০১১৪৫ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি)-আসানসোল স্পেশাল ট্রেনটি প্রতি সোমবার ০৭.০৪.২০২৫ থেকে ২৩.০৬.২০২৫ (১২টি ট্রিপ)-এর মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) থেকে রাত ১১.০৫টায় ছেড়ে আসানসোলে পৌঁছবে। তৃতীয় দিন এবং ০১১৪৬ আসানসোল–ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) স্পেশাল ট্রেনটি প্রতি বুধবার ০৯.০৪.২০২৫ থেকে ২৫.০৬.২০২৫ (১২টি ট্রিপ)-এর মধ্যে আসানসোল থেকে রাত ৯.০০ টায় ছেড়ে তৃতীয় দিন সকাল ৮.১৫ মিনিটে ছত্রপতি সিএসএমটি পৌঁছবে।

বিশেষ ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকের কুলটি স্টেশন-সহ ১৬টি স্টেশনে থামবে। বিশেষ ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড কোচের ব্যবস্থা থাকবে। উপরোক্ত বিশেষ ট্রেনগুলির বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে।