আন্তর্জাতিক

মার্কিন প্রস্তাবে সায় রাশিয়া-ইউক্রেনের, পণ্যবাহী জাহাজে সামরিক হামলা চালাবে না দুই দেশ

Russia, Ukraine agree to US resolution not to launch military strikes on cargo ships

Truth Of Bengal: মঙ্গলবার তৃতীয় পর্যায়ের জন্য বৈঠক শেষ হল সৌদি আরবে। বৈঠক শেষে কৃষ্ণসাগরে পণ্যবাহী জাহাজে সামরিক হামলা না চালানোর শর্তে রাশিয়া ও ইউক্রেন দুই দেশই সহমত হয়েছে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে এমনটাই। একইসঙ্গে হোয়াইট হাউসের তরফে আরও জানানো হয়, সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজের ব্যবহার বন্ধ করতে ও কৃষ্ণসাগরে নিরাপদে নৌচলাচল নিশ্চিত করতে দুই দেশই সম্মতি পোষণ করেছে।

ইউক্রেনের তরফে আগেই হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, কৃষ্ণসাগর তুক্তির লঙ্ঘনকারী হল কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজের অবাধ চলাফেরা করা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির  জেলেনেস্কির সরকারের প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়, “রুশ যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরের পূর্ব অংশ থেকে সরে গেলে ইউক্রেনেরও আত্মরক্ষার অধিকার প্রয়োগের পূর্ণ অধিকার থাকবে।”

তবে সেইসঙ্গে হোয়াইট হাউস জানায়, নিরাপদে কৃষ্ণসাগরে নৌচলাচল নিশ্চিত করবে রাশিয়া ও ইউক্রেন। সামরিক অভিযানে ব্যবহৃত হবে না বাণিজ্যিক জাহাজ। এমনকি রিয়াধের বৈঠকের পর স্থির হয়, সাধারণ নাগরিকদের মুক্তি ও নির্বাসিত ইউক্রেনীয় শিশুদের ফেরাতে এবার সাহায্য করবে যুক্তরাষ্ট্র। এই চুক্তি বাস্তবে রূপান্তরের জন্য উভয় পক্ষ কাজ করবে বলে জানা যায়।

Related Articles