স্বাস্থ্য

গরমে ট্যানের সমস্যা! রইল নিরাময়ের ঘরোয়া পদ্ধতি

The problem of tan in summer! Here are some home remedies to cure it

Truth Of Bengal: পুরুষদের ত্বক মহিলাদের তুলনায় একেবারে আলাদা। পুরুষদের ত্বক হয় রুক্ষ ও মোটা। নিয়মিত সেভ বা দাঁড়ি কাটতে গিয়ে রুক্ষ ভাব দেখা যায়। বাইরে ঘোরাঘুরি করার কারণে পুরুষদের ত্বকে প্রভাব পড়ে বেশি। কারণ, বেশির ভাগ পুরুষ সানস্ক্রিন লাগান না। তার ছাপ পড়ে মুখে। কালো দাগছোপ, ট্যান পড়ে ত্বক কালচে হয়ে যায়।

অনেকের মনে ধারণা আছে যে সৌন্দর্য সচেতনতা বা ত্বকের যত্ন নেওয়া শুধুই মহিলাদের একচেটিয়া দায়িত্ব। পুরুষদের যেন চিন্তারই প্রয়োজন নেই। কিন্তু এটা ঠিক নয়। পুরুষদেরও ত্বকের যত্নের প্রয়োজন কারণ পুরুষদের ত্বক অনেক বেশি সংবেদনশীল। নিজেকে প্রেজেন্টবল রাখতে ত্বকের যত্ন নেওয়া জরুরি। বাড়িতে অনেক সময় ধরে রূপচর্চা সম্ভব নয় তাই ঘরোয়া চটজলদি রেমেডিই সঠিক দাওয়াই।

ঘরোয়া উপাদানে কীভাবে নেবেন ত্বকের যত্ন

  • রোদে পুড়ে যাওয়া ত্বকের ট্যান দূর করতে সমাধান হতে পারে টক দইয়ের প্যাক। দই, হলুদ গুঁড়ো মিশিয়ে লাগান ২০ মিনিট। ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ।
  • ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে ও নরম করতে দুধ কাজে দেয়। মধু ও দুধ মিশিয়ে মুখে লাগান।
    ত্বকের মরা কোষ এবং দাগছোপ দূর করতে চাল গুঁড়ো, আটা, মধু, দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন মুখ। ময়েশ্চারাইজার লাগিয়ে রাখুন।
  • সানট্যান দূর করতে টমেটো ও পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। মুখ পরিষ্কার করে নিন ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে। এছাড়াও শশার রস, তুলসীপাতা বাটা ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসবে।
  • এছাড়াও পাকা পেঁপে, মধু মিশিয়ে মুখে লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক নরম হয়। মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমটরি গুণ ত্বকের সংক্রমণ আটকায় ও দাগছোপ কমায়।

Related Articles