বুধে কেমন কাটবে আপনার দিন? কী বলছে জ্যোতিষশাস্ত্র
How will your day be on Mercury? What does astrology say

Truth of Bengal: আজ ২৬ মার্চ বুধবার। এই বুধবারে কী রয়েছে আপনার ভাগ্যে? কেমন কাটবে আপনার দিন? কী বলছে জ্যোতিষশাস্ত্র! চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল।
মেষ: জাতকরা সম্পত্তি ক্রয়েসফল হতে পারেন। চাকরিজীবীরা নতুন সুযোগ পাবেন। সন্তানের দায়িত্ব পূরণে সফল হবেন। সন্ধ্যা নাগাদ কোনও যাত্রায় যেতে পারেন, এর ফলে লাভ হবে। সন্ধ্যা নাগাদ অপ্রিয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।
বৃষ: রোজগার ও ব্যবসায়িক চেষ্টায় সাফল্য লাভ করবেন। তবে আলস্য় দূর করুন। কঠিন পরিশ্রম করতে হবে। ব্যবসায়ে উন্নতি করতে পারবেন। আইনি মামলায় দুপুরের পর জয় লাভ করবেন। পরিবারে ভাই-বোনের মধ্যে ঝামেলা চললে তা বাবার সাহায্যে দূর হবে এবং পারস্পরিক প্রেম বাড়বে। প্রেম জীবনে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে।
মিথুন: আশপাশের পরিবেশ মনোরম থাকবে। এর ফলে আনন্দিত হবেন। পরিবারের কোনও সদস্যের বিবাহ প্রস্তবা মঞ্জুরি পাবে। এর ফলে পরিবারে আনন্দ বাড়বে। ব্যবসায় দীর্ঘদিন ঘরে লেনদেনের সমস্যা চলতে থাকলে আজ তার সমাধান খুঁজে পেতে সফল হবেন। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে অর্থ ব্যয় করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ধন লাভ করায় আনন্দিত হবেন। এর ফলে পরিবারের সদস্যদের সমস্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা পূরণে সফল হবেন।
কর্কট: ব্যবসায়ীরা সাফল্য লাভের ফলে আনন্দিত হবেন। চাকরিজীবীদের প্রচেষ্টা সফল হবে। সন্ধ্যা নাগাদ পরিবারে কোনও অতিথি আগমন হতে পারে। জীবনসঙ্গীকে বাইরে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন। মা-বাবার সাহায্যে কাজে শুভ পরিণাম লাভ করবেন।
সিংহ: পারিবারিক ব্যবসার জন্য জীবনসঙ্গীর পরামর্শ নেবেন। জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। সন্তানের পরীক্ষার ফল পাবেন এবং আপনার মন আনন্দিত থাকবে। মান-সম্মান বাড়বে। ব্যবসায়ে আটকে থাকা কাজ পুরো হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। নতুন বন্ধুত্ব গড়ে উঠবে।
কন্যা: ভেবেচিন্তে ব্যবসায়িক চুক্তি সম্পাদন করুন। না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে। চাকরিজীবীরা শত্রুদের থেকে সতর্ক থাকুন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় অপ্রত্যাশিত সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
তুলা: জাতকরা আজ যে কাজ করবেন, তাতে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন। অংশীদারী ব্যবসা করার সিদ্ধান্ত নিলে, দিন ভালো। ব্যবসায়ীরা আজ খোলা মনে ঝুঁকি নিন। কারণ ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। ছাত্রছাত্রীদের শিক্ষায় সমস্যা উৎপন্ন হতে পারে। নিজের শিক্ষকদের সাহায্যে সমাধান খুঁজে নেবেন। সন্ধ্যা নাগাদ পরিবারের ছোট বাচ্চার সঙ্গে হাসিঠাট্টা করবেন।
বৃশ্চিক: ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে না। অতীতে বড় বিনিয়োগ করে থাকলে, তা থেকে ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। যে সকল অবিবাহিত জাতকরা মনের মতো সঙ্গী পাওয়ার সন্ধানে আছেন, আজ তাঁদের বিশেষ কারুর সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
ধনু: জাতকরা আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য যে কাজ করবেন, তাতে অত্যধিক লাভ অর্জন করবেন। পারিবারিক ও আর্থিক বিষয়ে সফল হবেন। বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পাবেন, পরিবারের সদস্যদের সহমতি পাবেন। সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। সন্তানের কাজে হতাশ হবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিবাদ চলতে থাকলে তার সমাধান হবে।
মকর: আজ খুব সাবধানে গাড়ি চালান। বিশেষ করে অ্যালকোহল পান করার পর গাড়ি চালানো এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল ব্যবহার করুন। আপনার ছোটোখাটো বিষয়ে রাগ করার অভ্যাস, আপনাদের সম্পর্কে তিক্ততা বাড়াতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ কর্মক্ষেত্রে ভাল সুযোগ পেতে পারেন।
কুম্ভ: আজকের দিনটি একাধিক জটিলতা নিয়ে আসবে। পারিবারিক কলহ বাড়তে পারে। তবে সন্ধ্যা নাগাদ পরিবারের বয়স্ক সদস্যের সাহায্যে তা সমাপ্ত হবে। সন্তানকে সামাজিক ক করতে দেখে খুশি হবেন। বিদেশে বসবাসকারী পরিবারের কাজ থেকে সুসংবাদ পাবেন। সন্ধ্যাবেলা মা-বাবাকে দেবদর্শনের জন্য নিয়ে যাবেন।
মীন: জাতকরা ব্যবসায়ে আয়ের নতুন সুযোগ পাবেন। নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতার প্রস্তুতি নিলে তাতে সফল হবেন। নতুন শত্রু দেখা দেবে। ভাইয়ের সাহায্য়ে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অংশীদারীর ব্যবসায় লাভ হবে।