প্রযুক্তি

ভারতের লাখ লাখ ভিডিয়ো মুছে দিল ইউটিউব, কেন জানেন?

YouTube deleted millions of videos from India, do you know why?

Truth Of Bengal: নিয়ম লঙ্ঘন করায় কড়া ব্যবস্থা নিল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইউটিউব। নিয়ম মেনে না চলার কারণে ইউটিউব ৯৫ লাখ কনটেন্ট ভিডিও মুছে দিল নিজস্ব প্লাটফর্ম থেকে। দেশ ভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ভারত থেকে ৩০ লাখ কনটেন্ট ভিডিয়ো মুছে দিয়েছে ইউটিউব।

২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইউটিউবে ওইসব কনটেন্ট ভিডিয়ো পাবলিশ করা হয়েছিল। ভিডিয়ো শেয়ারিং প্লাটফর্মের কনটেন্ট পাবলিশ করার নিয়ম অত্যন্ত কড়াকড়ি। বিদ্বেষমূলক মন্তব্য, হেনস্তা, হিংসা ও ভুয়ো প্রচারমূলক ভিডিয়ো পাবলিশ করা নিষিদ্ধ ইউটিউবে।

দর্শকদের নিরাপত্তার কথা ভেবে ইউটিউব এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা ডিটেকশন সিস্টেম ব্যবহার করেছে ভিডিয়ো-র কনটেন্ট চিহ্নিত করতে। মানুষ মডরেটরদের ওপরও নির্ভর করা হয়। শিশু সুরক্ষার নিয়ম লঙ্ঘন করার কারণে সবচেয়ে বেশি (৫০ লাখ) ভিডিয়ো সরানো হয়েছে ইউটিউব থেকে।

Related Articles