কলকাতারাজ্যের খবর

এবার পুলিশে বদলির আবেদন করা যাবে অ্যাপের মাধ্যমে

Now apply for a transfer to the police through the app

Truth Of Bengal: জয় চক্রবর্তী: আরও আধুনিক হল রাজ্য পুলিশ। এবার থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) মাধ্যমে পোস্টিং বা বদলির আবেদন করতে হবে। রাজ্য পুলিশের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকাতে বলা হয়েছে, পোস্টিং বা বদলির ক্ষেত্রে পুরনো আবেদন বিবেচিত হবে না। নতুন করে মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। ‌ পাশাপাশি e-HRMS পোর্টালের মাধ্যমেও করা যাবে আবেদন। সুবিধার জন্য প্রত্যেক জেলা বা ইউনিটে প্রশিক্ষিত পুলিশ কর্মীদের সমন্বয়ে একটি হেল্প ডেস্ক গঠন করা হবে। জেনারেল পোস্টিংদের জন্য অনলাইন পোর্টালটি চালু থাকবে আগামী মাসের ১১ তারিখ পর্যন্ত।

Related Articles