ফের একবার চিনের অভিনব পদক্ষেপ, রোবট দূর করতে পারবে আপনার একাকীত্বতা
Once again, China's innovative step, robots can eliminate your loneliness

Truth Of Bengal : ইদানিং কালে রোবটের ব্যবহার বেড়ে গেছে বিশ্বজুড়ে। কাজের চাপ কমানোর জন্য ক্যাফে থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ করার জন্য রোবটের ব্যবহার করা হয়। একটা সময় ছিল যখন মানুষ রোবটের কথা কল্পনাও করতে পারত না। চিনে আবার রোবট পুলিশ থেকে রোবট ডাক্তার সবকিছুই আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আর এবার চিন আবিষ্কার করে ফেললও রোবট বাবুর্চি।
জানা গিয়েছে চিনের একজন প্রভাবশালী ব্যক্তি তার বাড়ির কাজকর্ম করার জন্য একটি মানবিক রোবট ভাড়া নিয়েছেন। এই রোবট মালিকের রান্না থেকে শুরু করে ঘরের খেয়াল রাখার পাশাপাশি যেতে পারবে রোম্যান্টিক ডেটেও। যদি আপনার জীবনে কোন সঙ্গী না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই রোবট আপনার জীবনে সঙ্গীর অভাব পূরণ করবে। চিনের সেই প্রভাবশালী ব্যক্তির নাম ঝাং ঝেনইউয়ান। ২৫ বছর বয়সেই ঐ ব্যক্তি পেশায় একজন নেট প্রভাবী। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি করেছিলেন। তিনি রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন ২০২২ সালে হওয়া একটি ডেটিং রিয়েলিটি শোতে।
তিনি তার রোবটের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তিনি জানিয়েছেন ১৩ ই মার্চ একটি মানব রোবটের সঙ্গে গোটা দিন কাটিয়েছেন তিনি। চিনের সবচেয়ে উন্নত মানের মানব রোবট হল জি ওয়ান। এই রোবট কিনতে তার খরচ পড়েছে ১০০০০ ইউয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.২ লক্ষ টাকা।