অফিসের সাততলা থেকে ঝাঁপ তথ্য প্রযুক্তি কর্মীর, নিউটাউনে শোরগোল
IT employee jumps from 7th floor of office in Newtown

Truth Of Bengal: অফিসের সাত তলা থেকে ঝাঁপ দিলেন তথ্য প্রযুক্তি কর্মীর। বুধবার দুপুরে এমনই ঘটনা ঘটেছে নিউটাউনে। সঙ্গে সঙ্গে ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে খবর। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
পুলিশ সুত্রে খবর, ওই যুবক হলেন বছর ৫০- এর দ্বৈপায়ন ভট্টাচার্য। তিনি একটি নামী তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। জানা গিয়েছে, এ দিন সকালে তিনি অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিয়েছিলেন। এরপর আচমকাই দুপুর বেলায় তিনি অফিসের সাত তলা থেকে ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করানো হয় নিউ টাউনের একটি হাসপাতালে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যার চেষ্টা করতে গিয়েছিলেন দ্বৈপায়ন ভট্টাচার্য। কাজের চাপ নাকি অন্য কোন কারণের জন্য এই সিদ্ধান্ত নেন তিনি তা এখন স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। সেইসঙ্গে অফিসের সকলকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। কথা বলা হচ্ছে দ্বৈপায়নের পরিবারের সঙ্গে। বলা বাহুল্য, বর্তমানে চর্চায় উঠে এসেছে ‘কর্পোরেট কালচার’। তাই এই ঘটনার সঙ্গে এটির কোন যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।