সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবি, ‘নিজেও মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ছি’ জানালেন মমতা
'I am studying space science': Mamata Banerjee demands Bharat Ratna for Sunita

Truth of Bengal: নয় মাস পর পৃথিবীতে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বুধবার (ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিটে) তিনি ও তাঁর সঙ্গীরা পৃথিবীতে অবতরণ করেন। মহাকাশে আট দিনের সফরের পরিকল্পনা থাকলেও, মহাকাশযানে ত্রুটির কারণে তাঁদের ফিরতে সময় লেগে যায় ২৮৬ দিন।
এই অসাধারণ সাফল্যের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে সুনীতাদের অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানান কেন্দ্রের কাছে। তাঁর মতে, সুনীতারা যে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য তাঁরা দেশের সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়ামসকে কৃতজ্ঞতা জানাই। তাঁরা অনেক কষ্ট সহ্য করেছেন। উদ্ধারকারী দলকেও ধন্যবাদ জানাই। কল্পনা চাওলাও মহাকাশে গিয়েছিলেন, কিন্তু ফিরে আসতে পারেননি। এই মহাকাশযানেরও কিছু ত্রুটি ছিল, যার ফলে এতদিন তাঁরা আটকে ছিলেন।”
এছাড়া, মহাকাশ বিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহের কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি নিজেও মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি।”
গত বছর ৫ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সুনীতা উইলিয়ামস ও তাঁর দল। পরিকল্পনা ছিল আট দিন পরই তাঁদের পৃথিবীতে ফেরার। কিন্তু যানের যান্ত্রিক সমস্যার কারণে মিশন দীর্ঘায়িত হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।
সুনীতার এই অসাধারণ অভিযানের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সুনীতা ভারতের মেয়ে। কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি, তাঁকে যেন ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।”