আইপ্যাকের নামে টাকা তুললে কড়া ব্যবস্থা, ফোন নম্বর দিয়ে অভিষেক জানালেন অভিযোগ এলেই ফোন করতে
Strict action will be taken against those who withdraw money in the name of AIPAC, Abhishek gave his phone number and said to call if there is a complaint

Truth Of Bengal: বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় আইপ্যাকের নামে টাকা তোলার অভিযোগ ওঠে। তৃণমূলের অনেক নেতা এই নিয়ে সরাসরি অভিযোগও করেছিলেন। এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এধরনের কোন অভিযোগ এলেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন সঙ্গে সঙ্গে ফোন করুন।
শনিবার দলের সর্বস্তরের নেতৃত্ব কে নিয়ে ভার্চুয়ালি বৈঠকে অভিষেক বলেন, আমার অফিসেও আই প্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে। অনেক গ্রেফতার হয়েছে। এধরনের কোন অভিযোগ এলে সরাসরি দলকে জানানোর কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি ফোন নম্বর দিয়েছেন তিনি। ফোন নম্বর হল ৮১৪২৬৮১৪২৬। অভিষেক বলেন, যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি এই নম্বরে ভেরিফাই করবেন। আমার অফিস থেকে গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে। নাহলে তাকে এন্টারটেন করবেন না। আমার অফিসে রিপোর্ট করবেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, সন্দেশখালি থেকে আর জি কর – নানা চক্রান্ত হয়েছিল। আর জি কর নিন্দনীয় ঘটনা। আর জি কর নিয়ে খাটো করে দেখাতে চেয়েছে বাংলাকে। বাংলাকে কলুষিত করতে চেয়েছে। বাংলাকে কিভাবে ছোট করে দেখাতে হয়, সেই চেষ্টা করেছে। সাধারণ মানুষ বুঝতে বিরোধীদের চক্রান্ত। অভিষেক বলেন, বিজেপি বলছে বাংলাদেশ থেকে তৃণমূল ভুয়ো ভোটার ঢুকিয়েছে। বিএসএফ দেখে সীমান্ত। তার ডিজিকে গ্রেফতার করা উচিত। বিজেপির এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো বিএসএফ এর জন্য দায়ী।