বাংলার প্রথম এসি লোকাল ট্রেন কী কী পরিষেবা থাকছে এই ট্রেনে?
Bengal's first AC local train. What services will be available on this train?

Truth Of Bengal: নিত্যযাত্রীরা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলার প্রথম এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের মধ্যে। এই নিয়ে রেল যাত্রীদের মধ্যে নানারকম কৌতূহল শুরু হয়েছে। যাত্রীদের একাংশ যেমন এই ট্রেনে প্রথম যাত্রা করার জন্য প্রহর গুনছেন, আবার অনেকে ভাবছেন ভাড়া কত হবে।
রেল কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে ভাড়ার তালিকা ঘোষণা করেনি। তবে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার সোশ্যাল মিডিয়ায় একটি ভাড়ার চার্ট তুলে ধরেছেন। সেই অনুযায়ী শিয়ালদহ থেকে কৃষ্ণনগর প্রতিদিন যাতায়াতের ভাড়া ২৮০ টাকা। অর্থাৎ, একবারের জন্য ভাড়া পড়বে ১৪০ টাকা। মান্থলি টিকিট হচ্ছে ২৮১৫ টাকা। ট্রেনে উঠলেই কমপক্ষে ৫০ টাকা ভাড়া দিতে হবে এমনটাই রেল সূত্রে খবর।
বাংলার প্রথম এসি লোকাল ট্রেন কী কী পরিষেবা থাকছে এই ট্রেনে? pic.twitter.com/YibAOtgJZ1
— TOB DIGITAL (@DigitalTob) March 15, 2025
ট্রেনটি কত বগির হবে, মেট্রোর মতো অটোমেটিক দরজা খোলা-বন্ধ হবে কিনা এমন অনেক প্রশ্ন যাত্রীদের মধ্যে রয়েছে। এই এসি কোচ আসছে কোথা থেকে? রেল সূত্রে খবর, এই ট্রেনটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে আনা হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথমে একটি এসি রেক চলবে শিয়ালদহ-কৃষ্ণনগরের মধ্যে। এই যাত্রা লাভজনক হলে ধাপে ধাপে বাড়ানো হবে এসি রেল। দোল উৎসব মিটে গিয়েছে। তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। এই গরমে রেল যাত্রীদের হাঁসফাঁস অবস্থা শুরু হয়ে গেছে।
এই গরমে স্বস্তির আশ্বাস আনতে চলেছে এই এসি লোকাল ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনে দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলবে ও বন্ধ হবে। ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ থাকবে। আর আরামদায়ক আসন থাকবে এই এসি লোকাল ট্রেনে। এই এসি লোকাল ট্রেন চালু হলেই বাংলার রেল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। জানা গিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন এই পরিকল্পনা চূড়ান্ত করেছে। সূত্রের খবর, এই পরিষেবা শীঘ্রই পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে।