আমাজনের জঙ্গলে কাটা হচ্ছে হাজার হাজার গাছ, পরিবেশ সম্মেলনের আয়োজনে চলছে ধ্বংসলীলা
Thousands of trees are being cut down in the Amazon rainforest, the destruction of the environment conference is going on

Truth Of Bengal: পরিবেশ সম্মেলনের আগেই কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। চলতি বছর নভেম্বর মাসে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হতে চলেছে এই পরিবেশ সম্মেলন। এখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের বিশ্ব নেতারা। সেইজন্য বিশ্বের সবচেয়ে বড় আমাজনের জঙ্গল কেটে তৈরি হচ্ছে চার লেনের রাস্তা। যাতে বিশ্বনেতা থেকে শুরু করে ৫০ হাজার মানুষের কোন অসুবিধা না হয়।
এই পরিস্থিতিতে বেলেমে সদাসর্বদা ভারী যন্ত্র দিয়ে চলছে গাছ কাটা এবং সেইসঙ্গে চলছে সবুজ সাফের অভিযান। তাই এখন বেলেমের লাগোয়া আমাজনে নেই কোন পশু পাখি। বদলেছে আগের চিত্র। একথায় বলা যায়, আগামী নভেম্বরে পরিবেশ সম্মেলনের আগেই উন্নত হতে চলেছে আমাজনে ট্রাফিক ব্যবস্থা। খেসারত দিতে হচ্ছে পরিবেশকে। এই নিয়ে পরিবেশপ্রেমীরা প্রশ্ন তুলছেন, যেখানে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে এই সম্মেলন। সেখানেই বৃক্ষ নিধন কেন?
উল্লেখ্য পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে আমাজনকে। আর সেখানেই গাছ কেটে চলছে ধ্বংসলীলা। প্রথমে আমাজনে যখন রাস্তা তৈরির কাজ চলছিল তখন জঙ্গলবাসীরা প্রতিরোধ করার চেষ্টা করেন। এই প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, ‘সবকিছু ধ্বংস হয়ে গেছে।‘ আবার কেউ জানিয়েছেন, ‘ আমাদের ফসল কেটে ফেলা হয়েছে। কীভাবে আগামী দিন চলবে তা আমি জানি না।‘ এই পরিস্থিতিতে ব্রাজিলের প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘এটি একটি ঐতিহাসিক সম্মেলন। যা আমাজনের জন্য নয়, আমাজনের মধ্যে।‘ এখান থেকেই স্পষ্ট যে আমাজনের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে চাইছে না প্রশাসন।