খেলা

ফাইনালে রোহিতের ঝড়ো ব্যাটিংয়ে খুশি দীনেশ

Dinesh happy with Rohit's stormy batting in the final

Truth Of Bengal: সুদীপ্ত ভট্টাচার্য: রবিবার ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে ভারতের হয়ে দূরন্ত ইনিংস খেললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রিয় ছাত্রের এমন ইনিংস দেখে আপ্লুত রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড। যাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেটে উঠে এসেছেন রোহিত শর্মার মতো কিংবদন্তি ক্রিকেটাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিতের পারফরম্যান্স নিয়ে সমালোচনার পাশাপাশি বাক বিতন্ডাতেও জড়িয়ে পড়েছিলেন রাজনৈতিক নেতারাও। যা তাঁকে প্রচণ্ড আঘাত দিয়েছিল বলেই জানান দীনেশ।

রবিবার ভারতের এই দুরন্ত জয় ও প্রিয় রোহিতর ঝড়ো ইনিংস সম্বন্ধে সোমবার দীনেশের কাছে জানতে চাইলে, সুদূর মুম্বই থেকে ফোনে হিটম্যানের ছোটবেলার কোচ জানান, ‘রোহিতকে যখন থেকে আমি দেখেছি, তখন থেকেই আমার বিশ্বাস ছিল ওর ওপর। সাময়িকভাবে সবারই খারাপ সময় যায়। রোহিতও তাঁর ব্যতিক্রম নয়। আমার ওর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল রোহিত ঠিক ফিরে আসবেই।

প্রমাণ করবে ভারতীয় ক্রিকেটে এখনও অনেক কিছু দেওয়ার আছে। রোহিত সেই কাজটাই করে দেখাল রবিবার। হ্যাটস অফ রোহিত। তুমি দুরন্তভাবে ফিরে এসেছ। এবং আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি তোমার এইরকম ইনিংস খেলার দিনে ভারত-ও জয় পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে।’

এরপর আবেগপ্রবণ হয়ে পড়েন দীনেশ। জানান, ‘রোহিতকে যেদিনই আমি দুরন্ত ছন্দে খেলতে দেখি, সেদিনই আমার মনের মণিকোঠায় বার বার উঁকি দিতে থাকে আমার সঙ্গে কাটানো ওর সেইদিনগুলোর কথা। তার মধ্যে বিশেষভাবে মনে পড়ে বোলার হওয়ার স্বপ্ন নিয়ে আসা রোহিতকে পুরোপুরি ব্যাটার হিসাবে তুলে ধরার কথা। সেই রোহিতই আজ বিশ্বের সেরা ব্যাটারদের একজন। সেই স্মৃতি কি কখনও ভোলা যায়। মনে হয় না!’

রোহিত ফর্মে নেই। ওর অবসরের সময় হয়েছে। এমনকি রোহিতের ‘স্থুলকার’ চেহারা নিয়ে রাজনৈতিক নেতাদের নানা মন্তব্য। এই প্রসঙ্গ তুলতেই দীনেশ বেশ উত্তেজিত হয়ে বলেন, ‘সমালোচকরা সমালোচনা করবেই। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এটা কখনই উচিত মাত্রাতিরিক্ত কথা বলা। কেননা সবারই সম্মান আছে। মাথায় রাখতে হবে রোহিত যে সে ব্যক্তি নন, ভারতীয় দলের অধিনায়ক। দেশের ক্রিকেট দলের নেতা। কাজেই রোহিতকে প্রাপ্য সম্মান দেওয়া আমাদের সকলের কর্তব্য। তবে এইসব সমালোচনায় কান না দিয়ে রোহিত যে খেলাটা খেলেছে তার জন্য আমি দারুণ খুশি। নিন্দুকদের নিন্দার জবাব এইভাবেই দিতে হয়। যেটা রবিবার দুবাইয়ে রোহিত দিয়েছে তাঁর ব্যাট থেকে।’

এরপর রোহিতের পাশাপাশি টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে দীনেশ জানান, ‘দেখুন ক্রিকেট দলগত খেলা। সবার সহযোগিতা দরকার। তার মধ্যে কেউ ব্যর্থ হবেন, আবার কেউ জ্বলে উঠবেন। এটাই নিয়ম। টিম ইন্ডিয়ার সকল সদস্যের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হত না। কাজেই এটা দলগত সাফল্য ছাড়া সম্ভব নয়। হ্যাটস অফ টিম ইন্ডিয়া।’

Related Articles