ভূত ভোটার খুঁজতে বীরভূমে স্ক্রুটিনি, সন্ধান মিলল একাধিক
scrutiny to find fake voters in birbhum

Truth Of Bengal: ভুয়ো ভোটার খুঁজতে জেলায় জেলায় চলছে তল্লাশি অভিযান। এই আবহে বীরভূম জেলায় বীরভূম জেলায় ভুয়ো ভোটারের সংখ্যা প্রকাশ্যে আনলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। শনিবার এই প্রসঙ্গে বোলপুরে জেলার তৃণমূল কার্যালয়ে তৃণমূল নেতৃত্বের বৈঠক করা হয়। আর সেখানেই উঠে আসে ভুয়ো ভোটার সংক্রান্ত একাধিক তথ্য।
এদিন অনুব্রত জানিয়েছেন, ‘ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই জেলা জুড়ে নকল ভোটার ধরতে সমীক্ষা করা হয়েছিল বীরভূমে সেভাবে কাউকে পাওয়া যায়নি। মাত্র চারজনকে খুঁজে পাওয়া গিয়েছে। এখন সমীক্ষা প্রায় শেষ।‘ সেইসঙ্গে দেউচা পাচামি প্রকল্প নিয়েও মুখ খোলেন বীরভূমের বাঘ। তিনি জানিয়ে দেন, ‘এই প্রকল্প খুব ভালো কাজ হচ্ছে। আগামী কয়েক প্রজন্মের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে।‘
উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় প্রথমবার ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে সরব হয়েছিলেন বিধানসভায়। তারপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। মমতা দাবি করেছিলেন ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে বিজেপি। এরপরেই ভুয়ো ভোটার খুঁজতে তৈরি করা হয় কোর কমিটি । জেলায় জেলায় এই কমিটির সদস্যরা ভোটার তালিকা খতিয়ে দেখছেন।