নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার জের, সরানো হল ডিআরএমকে
DRM removed after stampede at New Delhi station

Truth Of Bengal: নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় অপসারণ করা হল সুখবিন্দর সিংকে। উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি রাত ৯.৩০ টার নাগাদ ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। সেইসময় ওই প্ল্যাটফর্মে বহু মানুষ দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পর মুহূর্তে সেই ট্রেনটি অন্য প্ল্যাটফর্মে প্রস্থান হয়। সেই পরিবর্তনের ফলে লোকজনের মধ্যে হুড়োহুড়ির পরে যায়। ফলে এক এই মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর এই ঘটনার জেরে ২০ জন নিহতও হয়েছিলেন।

আরও জানা যায়, রেলওয়ে বোর্ড এক আদেশে ইন্ডিয়ান রেলওয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং সার্ভিস অফিসার পুষ্পেশ আর. ত্রিপাঠিকে নতুন দিল্লির ডিআরএম হিসেবে নিয়োগ করা হয়েছিল। সুখবিন্দর সিংকে নতুন কোনও নিয়োগ দেওয়া হয়নি এবং তাকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
ত্রিপাঠি বর্তমানে উত্তর মধ্য রেলওয়ের প্রয়াগরাজে প্রধান বৈদ্যুতিক লোকো ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত আছেন। এই দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর ও ন্যায্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।