কলকাতা

গরমের দাপট দক্ষিণে, সপ্তাহে কমতে পারে পারদ

Heat wave grips the south, mercury may drop this week

Truth Of Bengal : সবে ঢুকেছে মার্চ মাস। উত্তর বা দক্ষিণে আপাতত বৃষ্টির এই মুহূর্তে কোন সম্ভাবনা নেই। রাজ্যজুড়েই বেশ কয়েকদিন তাপমাত্রার হেরফের চলবে। আগামী কয়েক দিন তাপমাত্রা শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গে। তবে আরও একবার নাকি শীতের আমেজ? সপ্তাহের মাঝে ফের একবার পারদ কমার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের বেশ কিছু জেলায় গত সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস, সেই মতো ঝড় বৃষ্টিও হয়েছে বলে জানা গেছে। গত কয়েক দিন ধরে উত্তরের জেলাগুলিতে তুমুল ঝড় বৃষ্টি হলেও দক্ষিণের জেলাগুলিতে হয়নি কোন বৃষ্টিপাত।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোন হেরফের হবে না। তারপরে অবশ্য তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কমলেও শীতের আর ফেরার কোন আশা নেই, তেমনটাও স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের প্রতিটি জেলাতেই দেখা দিচ্ছে বসন্তের ছোঁয়া। দিকে দিকে নানা ফুলের গন্ধে মো মো করছে। তাপমাত্রা কিছুটা কম হলেও কলকাতা ও আশেপাশের এলাকাতে আবহাওয়া থাকবে মনোরম। যদিও বেলা বারার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে পারদ। বেলা বাড়লেই পাল্লা দিয়ে বাড়ছে রোদের দাপট। হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে রাজ্যের কিছু কিছু অংশে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

 

Related Articles