দেশ

জ্যান্ত মাছ গলায় ঢুকে যুবকের মর্মান্তিক মৃত্যু কেরালায়

Young man dies tragically in Kerala after live fish enters his throat

Truth Of Bengal: কেরলের আলাপ্পুঝার কেয়ামকুলাম এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মাছ ধরতে গিয়ে এক যুবকের গলায় জ্যান্ত মাছ ঢুকে মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম আদর্শ ওরফে উন্নি (২৫)। রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে তিনি ধানখেতে মাছ ধরতে নেমেছিলেন। বৃষ্টির কারণে মাঠে জল জমে গিয়েছিল, আর সেই জলে অনেক মাছ এসে পড়েছিল। মাছ ধরার সময় আদর্শ একটি মাছ ধরে মুখে পুরে হালকা কামড়ে ধরে রেখেছিলেন, যাতে হাত ফাঁকা রেখে অন্য মাছ ধরতে পারেন। কিন্তু তখনই মাছটি ছটফট করতে করতে মুখের ভিতর থেকে পিছলে গিয়ে সরাসরি গলায় ঢুকে যায়।

বন্ধুরা হতভম্ব হয়ে যান। মাছটি গলার ভিতর ছটফট করতে থাকে, কিন্তু কোনওভাবেই সেটি বের করা যাচ্ছিল না। সঙ্গে সঙ্গে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। চিকিৎসকেরা জানান, মাছের কাঁটায় তাঁর গলা এবং মুখের একাধিক নলি ছিঁড়ে গিয়েছিল, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Related Articles