
Truth Of Bengal: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল-র আসর। ইডেনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগেই নিজেদের নতুন জার্সির উন্মোচন করলেন কেকেআর টিম ম্যানেজমেন্টের কর্তারা।
In the 𝟯-𝗦𝘁𝗮𝗿𝗿𝗲𝗱 (𝗞)𝗻𝗶𝗴𝗵𝘁 𝗦𝗸𝘆 lies the greatest championship story from the city of joy ⭐️⭐️⭐️
🚨 2025 NEW JERSEY LAUNCHED: Buy it from 👉 https://t.co/BJP0u8H2x9 pic.twitter.com/aEbfYjh429
— KolkataKnightRiders (@KKRiders) March 3, 2025
এবারের নাইটদের জার্সির বুকের মধ্যে রয়েছে তিনটি তারা। অর্থ্যাৎ তিনবার আইপিএল খেতাব জয়ের পাশাপাশি মার্চ মাসের ৩ তারিখ এবং যেহেতু বছরের তৃতীয় মাস মার্চ ফলে নাইটদের জার্সির সবেতেই তিন-এর প্রাধান্য রয়েছে। এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স দলের মূল মন্ত্রই হচ্ছ ‘করব, লড়ব জিতব’ সেটাও তিন অক্ষরের। ফলে সবের মধ্যেই প্রধান্য পেয়েছে ‘তিন’।

নাইট কর্তৃপক্ষ একটি ভিডিওর মাধ্যমে নিজেদের এই নতুন জার্সির উন্মোচন প্রকাশ করেছে। আর দলের নতুন এই জার্সিতে দেখা গিয়েছে নাইটদের অন্যতম তারকা বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মানকন্ড ও লবনীত সিসোদিয়াকে। নাইটদের এই নতুন জার্সির হাতাতেও রয়েছে সোনালী রংয়ের ব্যান্ড। এবং যেহেতু নাইটরা গতবারের চ্যাম্পিয়ন দল, সেই কারণে জার্সির হাতার মধ্যেও থাকছে তাদের লোগো।