রিজওয়ানের পর বিরাট, ফের ফিলিপসের দুরন্ত ক্যাচ
After Rizwan, Virat, Phillips takes another brilliant catch

Truth Of Bengal: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই ম্যাচেই ভাগ্য নির্ধারণ হবে গ্রুপ-এর শীর্ষে থাকবে কোন দল। রবিবার ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক।
SUPERMAN! 🦸 What a catch from Glenn Phillips to dismiss Virat Kohli
– He has taken 1 handed Blinders many times #INDvsNZpic.twitter.com/thkYnJCmrZ pic.twitter.com/87sQrOlagv
— ICT Fan (@Delphy06) March 2, 2025
এই ম্যাচে সবার নজর ছিল বিরাট কোহলির ওপর। নিজের ৩০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খলতে রবিবার মাঠে নামলেন কিং কোহলি। কিন্তু পাকিস্তান ম্যাচের সেই পারফরম্যান্সের ধারে-কাছে পৌঁছতে পারলেন বিরাট। কার্যত হতাশ করলেন ক্রিকেটপ্রেমীদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ৩০০তম একদিনের ম্যাচে কিং কোহলির সংগ্রহ মাত্র ১১ রান। হেনরির বলে বিরাটের ব্যাট ছুঁয়ে যাওয়া বলটা যেভাবে তালুবন্দি করলেন ফিলিপস তা এককথায় অসাধারণ। চোখে না দেখলে বোঝা যায় না কিভাবে নিজের শরীরটা ছুঁড়ে দিয়ে বিরাটের বল তালুবন্দি করে কিং কোহলিকে সাজঘরে পাঠালেন তিনি।
তবে এই টুর্নামেন্টে বিরাটের আগে এইরকম ক্যাচ আগেও নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মহম্মদ রিজওয়ানের ক্যাচও একইভাবে তালুবন্দি করেছিলেন ফিলিপস। যা দেখে হতবাক হয়েছিলেন সকলে। রবিবারও তার ব্যতিক্রম হল না। একটা সময় বিশ্বের সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম জন্টি রোডসকে দেখা যেত এইরকম দূরহ ক্যাচ তালুবন্দি করতে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম।