রাজ্যের খবর

মেয়াদ উত্তীর্ণ সর্ষের তেল, নদিয়ায় ভোজ্য তেলের গোডাউনে হানা ডিইবি-র

Expired mustard oil, DEB raids edible oil godown in Nadia

Truth Of Bengal : নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায়  দীর্ঘদিনের একটি পাইকারি ভোজ্য তেলের গোডাউনে  রানাঘাট ডিইবি হানা দেয়। আগত আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কাছে আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল ওই  আনন্দ সরকারের গোডাউনে বেশ কিছুদিন ধরে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়া সরষের তেলের বোতল। প্রাথমিকভাবে তার দোকানের অনুমতি পত্র খতিয়ে দেখেন, আগত ডিজি এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি আধিকারিকগণ।

এ বিষয়ে অবশ্য আনন্দ বাবু কোন প্রতিক্রিয়া দেননি। তবে তিনি বলেন দীর্ঘদিন সততার সাথে ব্যবসা করছেন। তাই দুশ্চিন্তার কোন কারণ নেই। পুলিশ প্রশাসন এবং বিভাগীয় দফতরের আধিকারিকরা তাদের কাজ করবেন এটাই স্বাভাবিক।  ডিইবি ডিপার্টমেন্ট থেকে আগত ডিজি এবং আধিকারিক এ বিষয়ে মুখ খোলেননি। তিনি শুধু বলেন এটা পরীক্ষা করার পরে তবেই বোঝা যাবে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আধিকারিকের সাথে তাদের বিভিন্ন সংশ্লিষ্ট দফতরের অফিসার এবং জেলা পুলিশ ও শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী এসে পৌঁছানোয় এলাকায়  চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল যথেষ্ট।