কলকাতা

দলীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি

Trinamool state president Subrata Bakshi hoisted the party flag

Truth Of Bengal: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন। অধিবেশনে যোগ দিয়েছেন দলের সর্বস্তরের নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা। রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূলের সাংসদ, বিধায়ক থেকে পঞ্চায়েত প্রধান, বিভিন্ন কর্পোরেশনের মেয়র থেকে কাউন্সিলর – এদিন সকাল থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে যান। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সকাল থেকেই এই বিশেষ অধিবেশনের তদারকি করেন। দলীয় পতাকা উত্তোলন করে তিনি কার্যক্রমের সূচনা করেন।

 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক। রাজনৈতিক মহলের নজর রয়েছে আজ এই মেগা বৈঠকের দিকে। তৃণমূল সুপ্রিমো ও মমতা বন্দ্যোপাধ্যায় দলের জনপ্রতিনিধি ও সর্বস্তরের নেতৃত্বের কাছে বার্তা দেবেন। দলের কি করনীয় কি করনীয় নয় তা স্পষ্ট করে দেবেন দলনেত্রী। একাধিক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি রূপরেখা তৈরি করে দেবেন যা আগামী দিনে দলের নেতাকর্মীদের পালন করতে হবে। বিশেষ নজর দিতে হবে ভোটার তালিকার ক্ষেত্রে। বিজেপি ভুয়ো ভোটা ঢুকিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারে। এখন থেকেই তাই দলকে এ বিষয়ে সাবধান করে দিতে চান তৃণমূল সুপ্রিমো। নেতাজি ইনডোর স্টেডিয়াম সেজে উঠেছে। দলীয় পতাকা ব্যানার পোস্টার ফেস্টুনে ছয়লাপ। সকাল থেকেই দূর জেলার নেতারাও পৌঁছে গিয়েছেন।

Related Articles