সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ সুশান্ত ঘোষ-সহ একাধিক
Sushant Ghosh and several others expelled from CPM state committee

Truth Of Bengal: জল্পনা ছিলই। বাস্তবেও তাই হল। সিপিএমের রাজ্য কমিটি থেকে বাতিলের খাতায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। পাশাপাশি, বাদ পড়তে চলেছেন একাধিক ‘বুড়ো’ নেতাও। এদের মধ্যে আছেন, অমিয় পাত্র, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, অঞ্জু কর সহ মোট ৮ জন।
সিপিএম সূত্রে খবর, দলের ২৭তম রাজ্য সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ৮০ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। মহিলার সংখ্যা রয়েছে ১৪। রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মহম্মদ সেলিম। নয়া রাজ্য কমিটির প্যানেলটি মঙ্গলবার সম্মেলনের শেষ দিনে পেশ করা হবে। যদিও, এই কমিটি নিয়ে সিপিএমের অন্তর্দ্বন্দ্বের কথাও কানাঘুষো হচ্ছে। সূত্রের খবর, মতের অমিল হলে প্রয়োজনে ভোটাভুটির সিদ্ধান্তেও যেতে পারে সিপিএম।
প্রসঙ্গত, কয়েক মাস আগে দলের কাছে সুশান্তের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কয়েকজন মহিলা। তারপর থেকেই তাঁর গুরুত্ব কমতে থাকে দলের অন্দরে। এবার শেষপর্যন্ত রাজ্য সম্মেলন পর্বে তাঁকে বাদ দিয়েই দিল দল।
গুরুত্বপূর্ণভাবে, জল্পনা থাকা সত্ত্বেও, যুবনেতা কলতান দাশগুপ্ত-কে রাজ্য কমিটিতে স্থান দেয়নি সিপিএম। তবে, প্রথমসারির নেতারাও একথা মানছেন যে, সম্প্রতি, তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আসায় তাঁকে দলে রাখা হয়নি। পাশাপাশি, তৃণমূলের বিপক্ষে লড়াইতে নেমে আন্দোলনের তীব্রতা ধরে রাখতে পারেনি। এবারও, নয়া রাজ্য কমিটি নিয়ে দল আদৌ ঘুরে দাড়াঁতে পারবে কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই!