রাজ্যের খবর

কুম্ভমেলায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ধানবাদে, মৃত পশ্চিমবঙ্গের ৪, আহত ৬

Fatal accident in Dhanbad on way to Kumbh Mela, 4 dead, 6 injured from West Bengal

Truth Of Bengal: প্রয়াগরাজে কুম্ভমেলায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং ছ’জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের আটজন পুণ্যার্থী একটি এসইউভি গাড়িতে করে কুম্ভমেলায় যাচ্ছিলেন। রাত ১টা নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। সেই ধাক্কার ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পেছনের আরেকটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ধাক্কা মারে, যার ফলে আরও ছ’জন আহত হন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় প্রাণ হারানো চারজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁদের নাম শেখ রাজাবলী (গাড়িচালক), পিয়ালি সাহা, তেমুলি সাহা এবং পনোবা সাহা। মৃত তিনজন মহিলা হুগলির কামারপুকুর এলাকার বাসিন্দা। আহত ছয়জনের পরিচয় এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করে ধানবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আহত ছ’জনের চিকিৎসা চলছে এবং প্রশাসন তাঁদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা করছে।

রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আলিশা কুমারী জানান, রাত ১টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘‘বাংলার আট পুণ্যার্থী একটি এসইউভি-তে প্রয়াগরাজ যাচ্ছিলেন। তাঁদের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে, তাতে চার জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।’’ কুম্ভমেলায় যাওয়ার পথে ধানবাদে এটি দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর থেকে কুম্ভস্নান সেরে ফেরা একদল পুণ্যার্থীর বাস দুর্ঘটনার মুখে পড়ে। বাসটি একটি লরির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যাতে অন্তত ১৮ জন আহত হন।

Related Articles