
Truth of Bengal: অবশেষে কাঙ্খিত গোল পেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। একটা বা দুটো দিন নয়, নেইমারকে গোলের জন্য অপেক্ষা করত হল প্রায় ৫০২ দিন। ২০২৩ সালের ৩ অক্টোবর শেষ গোলের দেখা পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।
তাঁর পুরনো ক্লাব স্যান্টোসের হয়ে আগুয়া সান্তার বিপক্ষে গোলের দেখা পেলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা গোল করেছেন পেনাল্টি থেকে। ম্যাচের ১২ মিনিটে প্রতিপক্ষের বক্সের ভিতর নেইমারকে আটকাতে গিয়ে ফাউল করা হয়। তারপরই পেনাল্টি পায় স্যান্টোস। তা থেকেই গোল নেইমারের।
এই ম্যাচে স্যান্টোস প্রতিপক্ষকে হারিয়েছে ৩-১ গোলে। পুরনো ক্লাবে ফেরার পর এটি নেইমারের প্রথম জয়। এর আগে স্যান্টোসের হয়ে তিন ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে দুটিতে ড্র করলেও একটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে স্যান্টোসকে।
তবে নেইমার দীর্ঘদিন চোটের কবলে পড়ে মাঠের বাইরে ছিলেন। তার ফলে তাঁর পুরনো ক্লাব আল-হিলালের বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। অবশেষে এবার তাঁকে ছেড়ে দেয় সৌদির ক্লাবটি। এবং জল্পনার অবসান ঘটিয়ে নেইমার ফিরে আসেন তাঁর পুরনো দল স্যান্টোসে। আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচে ৪২ মিনিট মাঠে থাকলেও গোল করতে পারেননি। এটি তাঁর ক্লাব ক্যারিয়ারের ৩৬১তম গোল।