অভিষেকের তোপ,ভোটমুখী বিহারকে ঢেলে দেওয়া হয়েছে,বাংলার প্রাপ্তি শূন্য
Abhishek's cannon, vote-oriented Bihar has been poured out, Bengal has achieved zero

Truth Of Bengal : রাজ্যের বাজেট মানুষের জন্য। কেন্দ্রীয় বাজেট ভাঁওতা,মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়।ভোটমুখী বিহারকে ঢেলে দেওয়া হচ্ছে আর বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য,ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা।এভাবেই দিল্লির সরকারের কড়া সমালোচনার পাশাপাশি দুই বাজেটের ফারাক কোথায় তা তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সুকান্ত-মজুমদার সহ বিজেপি নেতারা বঞ্চনার কথা অস্বীকার করায়,এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও করেন অভিষেক।
১ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামণ।আর ১২ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।দুই বাজেটের তুলনা টেনে এবার কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার সাতগাছিয়ায় সেবাশ্রয় শিবিরে অংশ নিতে গিয়ে ডায়মণ্ডহারবারের সাংসদও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,রাজ্য বাজেটের নানা ইতিবাচক দিক তুলে ধরেন। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০কোটি টাকা বরাদ্দ থেকে চা-বলয়,জঙ্গলমহলের জন্য ৭০০থেকে ৮০০কোটি টাকা দেওয়ার কথা উঠে আসে তাঁর কথায়। বাংলার বাড়ি,লক্ষ্মীর ভান্ডারের মতো জনমুখী প্রকল্পেরও ভূয়সী প্রশংসা করেন অভিষেক।একইসঙ্গে তিনি ফের কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনার নিয়ে সরব হন।যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেখানে সবরাজ্যের প্রতি কেন্দ্রের নজর দেওয়া দরকার,সেখানে কেন্দ্রের বিজেপি সরকার তা করছে না বলে সরব হন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সুরের বিজেপি নেত্রীরা কেন্দ্রের হয়ে সওয়াল করছেন।
বিজেপি নেতৃত্বের এই সাফাই নিয়ে যখন বিতর্ক বাঁধছে,তখন অভিষেকের সাফ দাবি,শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্র রাজ্যকে বরাদ্দের হিসেব তুলে ধরুক।
বাজেট ঘিরে দুই শিবিরের এই বাগযুদ্ধের মাঝে রাজ্যের মানুষ অভিজ্ঞতার আলোকে সবটাই বিচার করে দেখতে চান।তাই ছাব্বিশের আগে রাজ্যের বাজেট যে সমাজের সর্বস্তরের মানুষের স্বস্তি দেওয়ার প্রয়াস তা বলাই যায়।