পূর্ব ভারতের চাটার্ড অ্যাকাউন্টেন্ট উৎকর্ষ কেন্দ্র রাজারহাটে
Chartered Accountant Excellence Centre of Eastern India in Rajarhat

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, আইসিএআই সারা ভারতে তাদের তৃতীয় সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করল কলকাতায়। আইসিএআই-এর সভাপতি বিশিষ্ট চাটার্ড অ্যাকাউন্টেন্ট রঞ্জিত কুমার আগরওয়াল জানালেন রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই হিডকোর দেওয়া জমিতে দুই একরেরও বেশি জায়গায় ৬৫ হাজার বর্গফুট এলাকা সম্বলিত পূর্ব ভারতের এই উৎকর্ষ কেন্দ্রের সূচনা হল। শুরুতে হয় পুজার্চনা।
কলকাতায় এই সিএ-উৎকর্ষ কেন্দ্র গড়ে ওঠার ফলে এখন থেকে কলকাতা সহ পূর্ব ভারতের ছাত্র-ছাত্রীদের আর অন্য রাজ্যে অবস্থিত অপর দুই উৎকর্ষ কেন্দ্র হায়দ্রাবাদ ও জয়পুরে শিক্ষালাভের জন্য যেতে হবে না। কলকাতার রাজারহাটেই নবনির্মিত উৎকর্ষ কেন্দ্রে তারা অত্যন্ত উচ্চমানের অ্যাকাউন্টান্সি সংক্রান্ত শিক্ষা লাভ করতে পারবেন। প্রথম ধাপে ৫০ কোটি টাকা ব্যয়ে এই নবনির্মিত ভবনটি গড়ে উঠেছে। দ্বিতীয় ধাপে ৪০০ ছাত্রছাত্রী থাকার মতো একটি অত্যাধুনিক হোস্টেল সমন্বিত গবেষণা কেন্দ্র তথা নলেজ হাব গড়ে উঠবে।
এই মুহূর্তে ৯.৮ লক্ষ ছাত্রছাত্রী এবং ৪ লাখ সদস্য আইসিএআই এর সঙ্গে রয়েছেন। আই সি এ আই দেশের মধ্যে সর্ববৃহৎ পেশাদার অ্যাকাউন্টেন্সি সংস্থা। সারা বিশ্বে তাদের পাঁচটি আঞ্চলিক পরিষদ এবং ভারতে ১৭৭ টি শাখা এবং অন্যান্য দেশে ৫২ টি বৈদেশিক শাখা ও ২৯ টি অফিস রয়েছে যা ৪৭ টি দেশের ৮১ টি শহরে অবস্থিত।
আইসিএআই একটি বিধিবদ্ধ পর্ষদ যা সংসদে চাটার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট ১৯৪৯ এর অধীনে চাটার্ড অ্যাকাউন্টেন্সি পেশার উন্নয়ন এর লক্ষ্যে তৈরি হয়েছিল। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট প্রখ্যাত চাটার্ড অ্যাকাউন্টেন্ট চরনজিৎ সিং নন্দা জানান, সারা দেশে অন্যান্য রাজ্যে আগামী তিন বছরের মধ্যে আরও ৮টি উৎকর্ষ কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএআই-এর বহু কর্মকর্তা।