এআই প্রযুক্তি নির্ভর নয়া মডেলের স্মার্টওয়াচ আনল Noise
Noise introduced a new model of smartwatch based on AI technology

Truth Of Bengal : মৌ বসু: ভারতে এআই প্রযুক্তি নির্ভর নতুন ColorFit Pro 6 সিরিজ স্মার্টওয়াচ ColorFit Pro 6 এবং ColorFit Pro 6 Max বাজারে আনল। এই দুটি ডিভাইস “Intelligence on your Wrist” ট্যাগলাইন সহ বাজারে এসেছে। Noise ColorFit Pro 6 এর দাম ৫,৯৯৯ টাকা রাখা হয়েছে। Noise ColorFit Pro 6 Max এর দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা। ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে ColorFit Pro 6 সিরিজের দুটি স্মার্টওয়াচ বিক্রি করা হবে।
ColorFit Pro 6 Max স্মার্টওয়াচে 410 x 502 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 1.96-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। একইভাবে ColorFit Pro 6 ওয়াচে 390 x 450 পিক্সেল রেজোলিউশন সহ 1.85-ইঞ্চির স্ক্রিন রয়েছে। Noise ColorFit Pro 6 সিরিজের ২টি স্মার্টওয়াচে EN2 প্রসেসর রয়েছে। ২টি স্মার্টওয়াচই Nebula UI 2.0 এ কাজ করে। ২টি স্মার্টওয়াচই কোনো সমস্যা ছাড়াই iOS এবং Android ফোনের সঙ্গে যুক্ত করা যাবে।
২টি স্মার্টওয়াচেই বিভিন্ন ধরনের এক্সারসাইজ সহ ১০০টির বেশি স্পোর্টস মোড ও বিভিন্ন রকমের হেলথ ফিচার আছে। Noise ColorFit Pro 6 এবং Pro 6 Max স্মার্টওয়াচে এআই ফিচার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য সিরিজের Pro 6 ওয়াচে IP68 রেটিং রয়েছে। একইভাবে Pro 6 Max ওয়াচে 5 ATM ওয়াটার রেজিজট্যান্স ফিচার আছে।
এছাড়াও Pro 6 Max স্মার্টওয়াচে বিল্ট ইন GPS রয়েছে। এতে 10টি কন্ট্যাক্ট সেভ করে রাখা যায় এবং কল লগ অ্যাক্সেস করা যায়।এতে অলওয়েজ অন ডিসপ্লে (AoD), ইনটেলিজেন্ট নোটিফিকেশন, এমারজেন্সি SOS এবং পাসওয়ার্ড প্রোটেকশন ফিচার রয়েছে। Noise ColorFit Pro 6 এবং Pro 6 Max ওয়াচে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 সুবিধা রয়েছে।