ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে যত্ন নেবেন আপনার প্রিয় শাড়ির
How to take care of your favorite saree with home remedies

Trurh Of Bangal : মৌ বসু : অনেক গল্প বলে বারো হাতের শাড়ি। শাড়ি শুধু একটা পোশাকই নয়। এরসঙ্গে জড়িয়ে থাকে অনেক ভালোবাসা, ঐতিহ্য, স্বপ্ন। কিন্তু সেই ভালোবাসার শাড়িই যখন পিঁজে যায়, মাঝে মাঝে সুতো ফেঁসে যায় তখন আতান্তরে পড়তে হয়। তাই এমন সমস্যা এড়াতে বাড়িতে ঘরোয়া উপাদানের সাহায্যে যত্নে রাখুন প্রাণাধিক প্রিয় শাড়িকে।
কীভাবে নেবেন শাড়ির যত্ন
১) শাড়িকে পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচাতে ন্যাপথলিন বল ব্যবহার করবেন না।বদলে শুকনো নিমপাতা ব্যবহার করুন। কাঁচা নিমপাতা ব্যবহার করবেন না। কাপড়ের ওপর দাগ পরে যেতে পারে।
২) পুরনো বালিশের ঢাকায় মুড়ে রাখুন ভারী সিল্কের শাড়ি।
কোনো শাড়ি পরার পরই তা আলমারিতে পুরে ফেলবেন না। মিনিট দশেক অন্তত খোলা হাওয়ায় রাখুন। যাতে বাতাস চলাচল করতে পারে তার জন্য সুতি বা মসলিন কাপড়ে মুড়ে রাখুন সিল্ক শাড়ি। প্রয়োজনে নরম তোয়ালেতে মুড়ে রাখুন সিল্ক শাড়ি। বাজারচলতি প্লাস্টিক ব্যাগে নয় সুতির ব্যাগে ভরে রাখুন সিল্ক শাড়ি। এতে কালো হয়ে যাবে না জরি। পোকামাকড়ের হাত থেকেও ভালো থাকবে শাড়ি। ভাঁজে ভাঁজে যাতে শাড়ি না পিঁজে যায় তার জন্য নিয়মিত শাড়ির ভাঁজ বদলান।
৩) ঠান্ডা জলে হালকা ডিটারজেন্ট ও শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন শাড়ি। বেশি নিংড়োবেন না। রঙ ফিকে হওয়া আটকাতে ছায়ায় শুকোন শাড়ি। সিল্ক শাড়ি তাড়াতাড়ি শুকোয়।
৪) জুতো বা বৈদ্যুতিক সরঞ্জাম কিনলে যে সিলিকা জেল ছোট্ট স্যাশেতে পাওয়া যায় তা ফেলে দেবেন না। আলমারিতে রেখে দিন আর্দ্রতা শুষে নেবে। প্রতি ৩-৪ মাস অন্তর বদলান সিলিকার স্যাশে।
৫) ২-৩টি প্লাই সিল্কের সুতো দিয়ে তৈরি হয় সিল্কের শাড়ি। প্রাকৃতিক ফেব্রিক সিল্ক আদতে একটি প্রোটিন। তাই সিল্ক শাড়ির প্রধান শত্রু আর্দ্রতা, সূর্যের আলো, পোকামাকড় আর ধুলো। ভুল ভাঁজে শাড়ি রাখার কারণে নষ্ট হয়ে যায় শাড়ি। আর্দ্রতা আর দূষণেও নষ্ট হয় সিল্কের ফেব্রিক।
পোকামাকড় থেকে শাড়িকে রক্ষা করতে দারুচিনি, কালোজিরে, লবঙ্গ, কর্পূর ব্যবহার করুন। সরাসরি কাপড়ের ওপর না দিয়ে ছোট্ট কাপড়ের পুঁটলি করে রাখুন।
৬) এমব্রয়েডারি করা শাড়ি উলটো ভাঁজ করে রাখুন। তাতে ফেঁসে যাবে না শাড়ি। সম্ভব হলে জরি বা সুতোর কাজ যেদিকে আছে সেদিকে প্রতিটি স্তরে বাটার পেপার রাখুন। চাইলে সুতির কাপড়ও রাখতে পারেন।
৭) হালকা ভাবে পরিষ্কার করুন শাড়ি। কড়া নয় হালকা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করুন। বেশি ঘষবেন না। শুকনো করার সময় বেশি ক্লিপ আটকাবেন না।