অফবিটফিচার

প্রেমে পড়ার আগে জেনে নিন, রোজ ডে কেন পালন করা হয় তার আসল কারণ

Before falling in love, know the real reason why Rose Day is observed

Trith Of Bengal : মৌ বসু: গোলাপ ফুল বা রোজ মানেই ভালোবাসা, রোমান্স ও প্যাশন। যুগ যুগ ধরে গোলাপ ফুল উপহার দেওয়ার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা হয়ে আসছে। শুধু প্রেমিক বা প্রেমিকাই নয়, যে কোনো প্রিয়জনকেই গোলাপ ফুল উপহার দেওয়ার চল আছে।

মনে করা হয়, ভিক্টোরিয়ান আমল থেকে প্রিয়জনকে ভালোবাসার প্রকাশ ঘটাতে গোলাপ ফুল উপহার দেওয়ার চল শুরু হয়। প্রাচীন গ্রিসে মনে করা হত প্রেমের দেবী আফ্রোদিতের চোখের জল থেকে সৃষ্টি হয় লাল গোলাপের। মানব প্রেমিক আডোনিসের জন্য চোখের জল ফেলতেন আফ্রোদিত। সেই থেকে ভালোবাসার প্রতীক হিসাবে মনে করা হয় লাল গোলাপকে।

আবার প্রাচীন রোমান পুরাণ কাহিনীতে গোলাপ ফুলকে সৌন্দর্য ও প্রেমের দেবী ভেনাসের সঙ্গে সম্পর্কিত হিসাবে ধরা হয়। গোলাপ মানে রহস্য ও প্যাশনের প্রতীক। এশীয় ও আরবের বিভিন্ন সভ্যতায় সুগন্ধ আর রঙের জন্য গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক হিসাবে মনে করা হয়।

নির্দিষ্ট আবেগ জড়িয়ে আছে বিভিন্ন রঙের গোলাপ ফুলের সঙ্গে

১) গোলাপি রঙের গোলাপ ফুল এলিগেন্স ও গ্রেসের প্রতীক। কারোকে পছন্দ করলে, শ্রদ্ধা করলে তাঁকে দিন গোলাপি রঙের গোলাপ ফুল।

২) সাদা রঙের গোলাপ ফুল নতুন শুরুকে বোঝায়। অথবা প্রিয় কোনো মুহূর্তের প্রতি নিজের আবেগ প্রকাশ করতে উপহার দিন সাদা রঙের গোলাপ। কারোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেও সাদা রঙের গোলাপ ফুল উপহার দেওয়া হয়ে থাকে।

৩) উৎসাহ, প্যাশন কারোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে উপহার দিন কমলা রঙের গোলাপ ফুল।

৪) হলুদ রঙের গোলাপ ফুল বন্ধুত্বের প্রতীক। প্রিয় বন্ধুকে উপহার দিন হলুদ রঙের গোলাপ ফুল।

৫) প্রথম দেখায় কারোকে ভালোবেসে ফেললে উপহার দিন কোরাল রঙের গোলাপ ফুল।

৬) হলুদ ও লাল রঙ মেশানো গোলাপ ফুল উপহার দিন তাঁকে যাঁর সঙ্গে আপনি পুরোনো সব সম্পর্ক ভুলে নতুন করে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চান

Related Articles