রাজ্যের খবর
জমি সংক্রান্ত বিবাদে গুলি করে খুন, তদন্তে উস্তি থানা
Usti police station investigating shooting death over land dispute

Truth Of Bengal: উস্তি থানার বাগাড়িয়াতে জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি করে খুন। মৃত ব্যক্তির নাম বুদ্ধদেব হালদার। তিনি উস্তি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চক দেবী ঘোষ এলাকার বাসিন্দা। দুষ্কৃতীরা বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে বুদ্ধদেব হালদারের উপর হামলা চালায় বলে জানা গিয়েছে। সেই বিবাদের সময় চলে গুলি।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবার ও আশেপাশের লোকজন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরির করে তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও কোন লাভ হয় না। কর্তব্যরত চিকিৎসকরা বুদ্ধদেব হালদারকে মৃত বলে ঘোষণা করেন।