লাল-হলুদে মেসি, চোটের কারণে বাকি মরসুমে নেই হিজাজি
Messi in red and yellow, Hijazi out for the rest of the season due to injury

Truth Of Bengal: ২০২৪-২৫ মরসুমের আইএসএল এখন মধ্যগগণে। সূত্রের খবর, এরই মাঝে ইস্টবেঙ্গল শিবিরে নতুন বিদেশি হিসাবে যোগ দিতে আসছেন কেরল ব্লাস্টার্সের প্রাক্তন খেলোয়াড় আফ্রিকার রাফায়েল মেসি বাউলি। বুধবার বিকেলে ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে হিজাজির ছিটকে যাওয়ার খবর ও রাফায়েল মেসির দলে অন্তর্ভূক্তির কথা জানালো লাল-হলুদের টিম ম্যানেজমেন্ট।
লাল-হলুদের নয়া বিদেশি রাফায়েল মেসি আইএসএল-এ নতুন নয়, ২০১৯-২০ মরশুমে দক্ষিণের দলটির হয়ে আইএসএল-এ খেলে গিয়েছেন তিনি। এরপর কেরলের সঙ্গে সম্পর্কে ইতি টেনে পাড়ি দিয়েছিলেন চিনে। সেখানকার দ্বিতীয় ডিভিশন লিগেও যথেষ্ট নজকাড়া পারফরম্যান্স করেন বাউলি। সেখানে ১৩৪টি ম্যাচে নেমে মোট ৮০টি গোলের ক্ষেত্রে তাঁর প্রত্যক্ষভাবে সহযোগিতা রয়েছে তাঁর। পাশাপাশি নিজে করেছেন ৬০টি গোল। এবং সরাসরি ২০টি গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছেন তিনি।
চলতি আইএসএল-এ ইস্টবেঙ্গলকে বেশ ভুগতে হয়েছে। কখনও কোনও খেলোয়াড় চোটের কবলে পড়েছেন আবার কেউ কেউ বাদ পড়েছেন কার্ড সমস্যার জন্যও। এবার মেসি বউলি দলের যোগ দিলে অস্কারের দলের আপ ফ্রন্ট অনেকটাই শক্তিশালী হবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।