স্বাস্থ্যকর্তাদের অভিযান, বৈধ কাগজপত্র না থাকায় নার্সিংহোম সিল করল প্রশাসন
Health officials raid, administration seals nursing home for lack of valid documents

Truth Of Bengal: অবৈধভাবে নার্সিংহোম চালানোর অভিযোগে হুগলির একটি নার্সিংহোম সিল করল জেলা স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য আধিকারিকরা মঙ্গলবার অভিযান চালায় ওই নার্সিংহোমে। বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তালা বন্ধ করে দেওয়া হয় নার্সিংহোমটি। বেআইনিভাবে গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে নার্সিংহোমের বিরুদ্ধে।
স্বাস্থ্যক্ষেত্রে কোন বেনিয়ম বরদাস্ত নয়। কোনরকম গাফিলতি বরদাস্ত নয়। বরদাস্ত করা হবে না বিশৃঙ্খলা। আরজি করের ঘটনার পর থেকে রাজ্য প্রশাসন আরও কড়া। মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসায় গাফিলতি কাণ্ডে সাসপেন্ড করা হয় হাসপাতাল সুপারসহ ১২ জনকে। এবার বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ করে দেয়া হল হুগলির একটি নার্সিংহোম।
শেওড়াফুলি স্টেশন সংলগ্ন এলাকার ওই নার্সিংহোম সিল করে দিল জেলা স্বাস্থ্য দফতর। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মঙ্গলবার ওই নার্সিংহোমে অভিযান চালান। নার্সিংহোম কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা সিল করে দেন আধিকারিকরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, একটি অভিযোগ পেয়ে তদন্তে যাওয়া হয় ওই নার্সিংহোমে। নার্সিংহোম চালানোর বৈধ কোন অনুমতি ছিল না তাই সিল করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের অভিযোগ বহুদিন ধরে শোনা যাচ্ছিল।
শেওড়াফুলি স্টেশনের পাশে ঘোষের নার্সিংহোমে গিয়ে আধিকারিকরা কাগজপত্র পরীক্ষা করেন। নার্সিংহোমের কোন লাইসেন্স ছিল না দেখে শেওড়াফুলি ফাঁড়ি থেকে পুলিশ ডাকেন। তারপর তালা মেরে সিল করে দেন। ওই নার্সিংহোমে বেআইনি ভাবে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ।
কিছুদিন আগে চুঁচুড়ার একটি নার্সিংহোমে এক তৃনমূল পঞ্চায়েত সদস্য যুবতী বধূর সিজারে প্রসব করানোর পর তিনি কোমায় চলে যান। কলকাতার বেসরকারী হাসপাতালে চিকিৎসা করিয়েও তাকে সুস্থ করা যায়নি।বর্তমানে সেই যুবতী ব্রেনডেড অবস্থায় রয়েছেন চুঁচুড়ার একটি নার্সিংহোমে।এই ঘটনার পর থেকে জেলা স্বাস্থ্য দফতর আরও নড়েচড়ে বসে। বেআইনি কিছু হলেই বেসরকারি নার্সিংহোম গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে।