ট্যানারির পাইপলাইন পরিষ্কার করতে নেমে মৃত ৩ শ্রমিক
3 workers die while cleaning tannery pipeline

Truth Of Bengal: ট্যানারিতে পাইপলাইন পরিষ্কার করতে নেমে প্রাণ হারাল কেএমডির তিন শ্রমিক। রবিবার সকালে লেদার কমপ্লেক্সের বানতলায় এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে শ্রমিকদের মৃতদেহ। ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে অনুমান করছে পুলিশ। সূত্রের খবর, তিন জনের নাম ফারজেম শেখ, হাসি শেখ, সুমন সরদার।
ট্যানারির পাইপলাইন পরিষ্কার করতে নেমে মৃত ৩ শ্রমিক pic.twitter.com/2LhZRpPE6R
— TOB DIGITAL (@DigitalTob) February 2, 2025
কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে যায় কেএমডি-র তিন শ্রমিক। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। রবিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রথমে এক শ্রমিক ম্যানহোলে নামেন। দীর্ঘ ক্ষণ তিনি উঠছেন না দেখে বাকিরা ম্যানহোলে নামেন। তাঁরাও তলিয়ে যান।
এদিন সকালে লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইপলাইন পরিষ্কার করতে যান কেএমডির শ্রমিকরা। তার পর এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারের পর দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভিতরে আর কেউ আটকে রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বরজের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।