আন্তর্জাতিক

ওয়াশিংটনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে থাকার সম্ভাবনা নেই , জানালো প্রশাসন

No chance of survival in deadly plane crash in Washington, administration says

Truth Of Bengal: এবার ওয়াশিংটন ডিসির বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুলেলেন ফায়ার চিফ। তিনি বলছেন, আর্মি হেলিকপ্টারের সাথে সংঘর্ষে থাকা যাত্রীবাহী বিমানটিতে থাকা সমস্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। ওয়াশিংটনের কাছে ভেঙে পড়ে একটি বিমান। ওই বিমানে ৬৪ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। বিমানটি একটি সেনা চপারের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনাটি মাঝ আকাশে ঘটে । ৬৪ জন যাত্রীকে নিয়েই বিমানটি নদীতে ভেঙে পড়ে।

ভারতীয় সময় অনুযায়ী সকালে আমেরিকার রেগেন ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট এর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ভেঙে পটোম্যাক নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই বিমানে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে ৬৪ জন ছিলেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল পৌঁছায়। তাদের উদ্ধার করতে পটোম্যাক নদীতে অনুসন্ধান কাজ শুরু করে একাধিক উদ্ধারকারী দল।

Related Articles