বিনোদন

এবার বাংলা ছবিতে রবীনা টন্ডন! নেপথ্যে আতিউলের ‘বানসারা’

Raveena Tandon in a Bengali film now! Behind the scenes of Atiul's 'Bansara'

Truth Of Bengal: তিনি বলিউডের ‘টিপ টিপ’ গার্ল। যার অভিনয় থেকে সৌন্দর্যে বুদ গোটা বলিউড। আজও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। তিনি রবীনা টন্ডন। তবে এবার  বাংলা ছবিতে দেখা যেতে চলেছে রবীনাকে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সেই গুঞ্জন। তবে এই প্রথম নয় এর আগেও বাংলা ছবিতে কাজ করেছিলেন রবীনা। ২০১০ সালে মুক্তি পেয়েছিল রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রবীনা। গুঞ্জন সত্যি হলে, দীর্ঘ ১৫ বছর পর বাংলা ছবিতে অভিনয় করবেন এই বলিউড সুন্দরী।

সূত্রের খবর, আতিউল ইসলাম পরিচালিত ‘বানসারা’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতারা রবীনা টন্ডনকে প্রস্তাব দিয়েছেন। চরিত্রটি নাকি এক জন ক্ষুরধার রাজনীতিকের। শোনা যাচ্ছে, ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন। ছবির গল্পে ফুটে উঠবে পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর। তারই মধ্যে রয়েছে অতিলৌকিক কিছু ঘটনা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। ইতিমধ্যেই ছবির শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন পরিচালক। পুরুলিয়ায় ছবির শেষ হলেও এবার কলকাতা এবং ঝাড়খণ্ডে শুটিং সারবেন পরিচালক। চলতি বছরে পুজোর মরশুমে মুক্তি পেতে পারে আতিউল ইসলাম পরিচালিত ছবি ‘বানসারা’। এখন দেখার এই ছবিতে বলিউডের ‘টিপ টিপ’ গার্ল রবীনা টন্ডনের দেখা মেলে কিনা।

Related Articles