দেশ

আগুন আতঙ্কে জীবন শেষ, মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

Death toll in Maharashtra train accident rises to 13, lives lost due to fire scare

Truth Of Bengal: বুধবার মহারাষ্ট্রের জলগাঁওতে পরধাড়ে স্টেশনের কাছে উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ১২ জনের। তার মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় জলগাঁওয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার সেই মৃতের সংখ্যা বেড়ে হল ১৩।

আবার এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শীর বয়ানও প্রকাশ্যে এসেছে। তিনি জানিয়েছেন, যাঁরা ট্রেনের বাঁ দিকের দরজা দিয়ে লাফিয়েছিলেন তাঁরা বেঁচে গিয়েছেন।

মৃতদের পরিবারের জন্য দেড় লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্বভার বহন করবে তাঁর সরকার। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

রেল মন্ত্রক জানিয়েছে, মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা, এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সামান্য আঘাত পাওয়া ব্যক্তিদের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।

মহারাষ্ট্রের এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের জন্য আমার আন্তরিক সমবেদনা রয়েছে। সকল আহতের দ্রুত আরোগ্য কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব রকমের সাহায্য করবে সরকার।’’

Related Articles