রাজ্যের খবর

মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে ভাঙচুর, আটক ১, দেখুন ভিডিও

Minister Malay Ghatak's Asansol house vandalized, 1 arrested, watch video

Truth Of Bengal: আসানসোলে আপকার গার্ডেনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ভাঙচুর। বাসভবনের অফিসের টেবিলে কাচ ভাঙচুর করা হয় এদিন। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর। মন্ত্রীর বাসভবনে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে হামলা হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, এদিন আসানসোলের আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হঠাৎ করে ইট নিয়ে ঢুকে পড়ে এক যুবক। বাসভবনে অফিসের টেবিল ভাঙতে শুরু করে। টুকরো টুকরো হয়ে যায় টেবিলের ওপরের কাচ।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বলা হয়, তাঁরা সঠিক কিছু বলতে পারবে না বিষয়টি সম্পর্কে। তাঁরা সবাই ওপরে ছিলেন। হঠাৎ শুনতে পান দুম দুম করে খুব জোড়ে আওয়াজ হচ্ছে।

দৌড়ে নিচে এসে দেখেন, পুরো ভাঙচুর। ভাঙা ইটের টুকরো পড়ে রয়েছে। তাঁদের চিৎকারে ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। দিনে দুপুরে এমন ঘটনায় যথেষ্ট আতঙ্কে মলয় ঘটকের পরিবার। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন এমন হল সেটা বুঝতে পারছেন না তাঁরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Related Articles