বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা, ইতিহাস গড়তে চলেছে বাটানগর
Batanagar is about to create history with the world's largest Saraswati statue

Truth Of Bengal: দুর্গাপুজোর মতোই এবার সরস্বতী পুজোতেও চমক আনতে চলেছে বাটানগরের দুটি ক্লাব—স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন। বহু বছর ধরে বাগদেবীর আরাধনা করলেও এবার প্রথমবার একসঙ্গে পুজো করছে এই দুই ক্লাব। তাদের উদ্যোগে নিউল্যান্ড মাঠে গড়ে উঠছে ১১১ ফুট উঁচু দেবী সরস্বতীর প্রতিমা, যা ইতিমধ্যেই নজর কেড়েছে।
শিল্পী সোমনাথ তামলির দক্ষতায় তৈরি এই মণ্ডপ এবং প্রতিমা অন্য মাত্রায় নিয়ে যাবে সরস্বতী পুজোর ভাবনাকে। উদ্যোক্তাদের দাবি, দুর্গাপুজোর মতো বড় আয়োজন এই প্রথম দেখা যাবে সরস্বতী পুজোতেও। মণ্ডপ এবং প্রতিমার রূপে এমন অভিনবত্ব এর আগে কখনও দেখা যায়নি।
তবে এত বড় আয়োজনের ক্ষেত্রে আইনি বাধা যাতে না আসে, সেজন্য প্রশাসনের থেকে সবুজ সংকেত নিয়ে তবেই কাজ শুরু করেছে ক্লাব দুটি। নিরাপত্তার বিষয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর উদ্বোধন হবে ১ ফেব্রুয়ারি, আর মূল পুজো হবে ৩ ফেব্রুয়ারি।
এবারের পুজোর আরেক আকর্ষণ হলো প্রথমবার মাঠে বসতে চলা মেলা। উদ্যোক্তারা জানিয়েছেন, দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকবে নানা ধরনের স্টল এবং বিনোদনের ব্যবস্থা।
বর্তমানে নিউল্যান্ড মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীরা নিজেদের নিপুণ হাতে রূপ দিচ্ছেন বিদ্যার দেবী সরস্বতীকে। এমন বিশাল আকারের ও সুন্দরভাবে পরিকল্পিত মণ্ডপ ও প্রতিমা নিয়ে বাটানগরবাসীর পাশাপাশি গোটা বাংলার উৎসাহ এখন তুঙ্গে।