আইএসএলের মাঝপথে ফের নতুন সমস্যায় মহমেডান
Mohammedan is in a new problem in the middle of the ISL

Truth Of Bengal : ২০২৪-২৫ মরশুমের আইএসএল এখন মাঝপথে। তার মধ্যেই স্পনসরদের সঙ্গে ঝামেলা শুরু হল মহমেডানের। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাদা-কালো শিবিরের অন্যতম স্পনসর শ্রাচী গ্রুপের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আপাতত তাঁর আর বিনিয়োগ করবে না মহমেডানে।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন শ্রাচী কর্তারা। তার কারণ হিসাবে শ্রাচীর পক্ষ থেকে জানানো হয়েছে, মহমেডানের সঙ্গে শ্রাচীর মউ চুক্তি হয়েছিল। তার ভিত্তিতেই ৫০ শতাংশেরও বেশি অর্থ তারা ইতিমধ্যেই বিনিয়োগ করে ফেলেছেন। অথচ এখনও অবধি সরকারীভাবে তাদের কোনও শেয়ার হস্তান্তর করা হয়নি। এবং তাদের যে মউ চুক্তি হয়েছিল তার মেয়াদও অতিক্রান্ত। এছাড়া ক্লাবের অন্যতম প্রধান স্পনসর বাঙ্কারহিলের সঙ্গে আইনি জটিলতা সৃষ্টি হওয়ায় তাদের হাত-পা বাঁধা বলেও শ্রাচীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
তবে এই জটিল সমস্যা সমাধানের ব্যাপারেও আশাবাদী শ্রাচী কর্তারা। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।