খেলা

পথ দুর্ঘটনায় নিহত মানু ভাকেরের দিদা ও মামা

Manu Bhaker's grandmother and uncle killed in road accident

Truth Of Bengal: রবিবার সকালে পথ দুর্ঘটনায় নিহত হলেন অলিম্পিক গেমসে পদক জয়ী শ্যুটার মানু ভাকেরের দিদা ও মামা। দুর্ঘটনাটি ঘটেছে মহেন্দ্রনগর বাইপাসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু চাকার গাড়িতে করে যাচ্ছিলেন মানুর দিদা ও মামা। সেই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি ওই স্কুটারটিকে ধাক্কা মারে। অভিযুক্ত গাড়িটির গতি এতটাই ছিল যে দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় মানুর দিদা ও মামার।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত রবিবারও নিজের কাজে যাচ্ছিলেন যুধবীর সিং। এবং তাঁর মা সাবিত্রী দেবী লোহারু চকে যাচ্ছিলেন ছোট ছেলের বাড়িতে। দুজনে কল্যাণা মোড়ের কাছে আসতেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটির সময় ওই চারচাকা গাড়িটির গতিবেগ এতই বেশি ছিল গাড়িটি ওই স্কুটারটিকে ধাক্কা মারার পর উল্টেও যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ বাহিনী। এরপর দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় সিভিল হাসপাতালে। তবে পলাতক ওই গাড়ির চালকের সন্ধানে ইতিমধ্যেই এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related Articles