কলকাতা

আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত

Sealdah court convicts Sanjay Roy in RG Kar case

Truth Of Bengal: কলকাতা পুলিশের তদন্তেই সিলমোহর। আর জি কর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। সোমবার তার সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত। তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে।

সিবিআই-এর আগে আদালতের কাছে দাবি করেছিল ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। এই নারকীয় ঘটনার পর তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও।

উল্লেখ্য, প্রথমে এই ঘটনার তদন্ত কলকাতা পুলিশ করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। আর জি করে দুর্নীতির পাশাপাশি ডাক্তার খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তবে, ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে ব্যর্থ হয় সিবিআই। ফলে, জামিন পেয়ে যান সন্দীপ-অভিজিৎ।

এরপর নতুনভাবে মেয়ের খুনের তদন্তের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার মা-বাবা। এই পরিস্থিতিতে সিবিআই দাবি করেছিল, এই ঘটনায় এক ও একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ই। এবার এই মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বান দাস। শনিবার বিএনএস ৬৪ ধর্ষণ, বিএনএস ৬৬ ধর্ষণের সময় আঘাত, বিএনএস ১০৩ (১) খুন- তিনটি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। কী সাজা হয় সঞ্জয়ের. জানা যাবে সোমবার।

Related Articles