খেলা

না ফেরার দেশে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ডেনিস ল

Manchester United legend Dennis Law returns to country of no return

Truth Of Bengal: প্রয়াত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং স্কটল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেনিস ল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডেনিস ল ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ইংল্যান্ডের হাডারসফিল্ড টাউনে। এরপর ম্যাঞ্চেস্টার সিটি এবং ইতালির তোরিনোতে খেলার পর ১৯৬২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন। ক্লাবটির হয়ে ১১ বছর খেলেছেন, ৪০৪ ম্যাচে করেছেন ২৩৭ গোল। ভক্তরা ভালোবেসে তাঁকে ডাকতেন ‘দ্য কিং’।

১৯৬৪ সালে ডেনিস ল ব্যালন ডি’ওর পুরস্কার জেতেন, যা তিনি একমাত্র স্কটিশ ফুটবলার হিসেবে অর্জন করেছিলেন। ওই বছর লিগে তিনি ২৮টি গোল করেছিলেন। জর্জ বেস্ট এবং স্যার ববি চার্লটনের সঙ্গে তাঁর দুর্ধর্ষ জুটি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে একাধিক সাফল্য এনে দেয়। ক্লাবের সামনে দাঁড়ানো তাঁদের ‘ত্রিমূর্তি’ এখনো সেই সাফল্যের স্মারক।

ডেনিস ল-এর ক্যারিয়ার সাফল্যে ভরা। ১৯৬৫ ও ১৯৬৭ সালে লিগ শিরোপা এবং ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপ জয়ী দলে ছিলেন তিনি। স্কটল্যান্ডের হয়ে ৫৫টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৩০টি গোল। তবে ২০২১ সাল থেকে অ্যালজাইমার্স ও ডিমেনশিয়ার মতো জটিল রোগে ভুগছিলেন তিনি।

তাঁর পরিবার থেকে জানানো হয়েছে, “ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে যে, আমাদের বাবা ডেনিস ল প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন লড়াই করেছেন এবং অবশেষে শান্তি পেয়েছেন।”

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, “স্ট্রেটফোর্ডের রাজা ডেনিস ল-এর প্রয়াণে আমরা শোকাহত। তাঁর গোল করার দক্ষতা, খেলার প্রতি ভালোবাসা এবং আবেগের জন্য তিনি একটি প্রজন্মের নায়ক ছিলেন।”

ইংল্যান্ডের অন্যান্য ক্লাব, ফুটবলার এবং উয়েফার পক্ষ থেকেও তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।

Related Articles