রাজ্যের খবর

বীরভূমের বক্রেশ্বরে পূজো দিলেন অনুব্রত মণ্ডল

Anubrata Mandal offered prayers at Bakreshwar in Birbhum

Truth Of Bengal: বীরভূমের ৫১ পীঠের অন্যতম পিঠ বক্রেশ্বর মন্দির ও দুর্গা মন্দিরে পূজো দিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আগমন ঘিরে উপচে পড়া উচ্ছ্বাস। এদিন তার উপস্থিতিতে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছিল। এর পাশাপাশি অনুব্রত মন্ডলের সঙ্গে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।

আরও জানা যায়, মমতা ব্যানার্জির মঙ্গল কামনায় ও জেলার মানুষদের মঙ্গল কামনায় পুজো দিলেন বক্রেশ্বর বাবা শিব মন্দিরে এবং দুর্গা মন্দিরে। তবে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ”ভালো লাগছে, বক্রেশ্বর মন্দিরে বকাদেব ও দুর্গা মন্দিরে পূজো দিলাম। এখানকার পুরোহিতরা কিছু দাবি দাওয়া রেখেছেন তা মন্ত্রীকে জানাবো।

Related Articles