রাজ্যের খবর

রিভলভার ছিনিয়ে নিয়ে দুই পুলিশকর্মীকে গুলি বিচারাধীন বন্দির! উত্তর দিনাজপুরে চাঞ্চল্য

Undertrial prisoner snatches revolver and shoots two policemen! Tension in North Dinajpur

Truth Of Bengal: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে বলিউড সিনেমার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বুধবার দুপুরে বিচারাধীন দুই বন্দি পুলিশের প্রিজন ভ্যান থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এতে দুই পুলিশকর্মী গুরুতর আহত হন। ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

জানা গেছে, ইসলামপুর মহকুমা আদালত থেকে দুই বিচারাধীন বন্দি—সাজ্জাদ আলম এবং আরেকজন (যার পরিচয় এখনও জানা যায়নি)—রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রিজন ভ্যানটি যখন গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার একরচালা কালীমন্দিরের কাছে পৌঁছায়, তখন একজন বন্দি শৌচকর্মের কথা বলে প্রিজন ভ্যান থেকে নামে।

অভিযোগ, তখনই দুই বন্দি পুলিশকর্মীদের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে দুই পুলিশকর্মী—নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য—রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। সেই সুযোগে বন্দিরা একটি বাইকে করে চম্পট দেয়।

স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে আহত পুলিশকর্মীদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অস্ত্রোপচার চলছে। পুলিশ জানায়, এই ঘটনার পিছনে স্পষ্টভাবে পরিকল্পনা ছিল। বন্দিরা কীভাবে জেলে বসে এই পরিকল্পনা করল এবং বাইক কীভাবে আগে থেকে প্রস্তুত ছিল, তা তদন্ত করা হচ্ছে।

পুলিশ এখন গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। দুই বন্দির খোঁজে আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এই চাঞ্চল্যকর ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Related Articles