কলকাতা

র‌্যাগিং রোধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কড়া পদক্ষেপ, দেওয়া হবেনা মার্কশিট

Jadavpur University takes strict steps to prevent ragging, mark sheets will not be taken

Truth Of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র‌্যাগিংয়ের ঘটনার দেড়বছর পার। এখনও সেই ক্ষত মানুষের মনে দগদগে। ২০২৩ সালের ১০ অগস্ট নবাগত এক ছাত্রের তৃতীয় তলা থেকে পড়ে মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের মধ্যে অনেকেই ধরা পড়লেও, অভিযোগ রয়েছে, এখনও বেশ কয়েকজন দোষী ছাত্র ক্যাম্পাসে অবাধে চলাফেরা করছেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটি সম্প্রতি এই পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কমিটি জানিয়েছে, যেসব ছাত্র র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত, তাঁদের পরীক্ষার ফলাফলের মার্কশিট দেওয়া হবে না। ফলে তাঁরা চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়বেন।

কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ৩২ জন ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে পকসো আইনের অধীনে মামলা চলছে, এবং তাঁরা জেলে রয়েছেন। অন্য অভিযুক্তরা আপাতত আদালতের রক্ষাকবচে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তরা ক্লাস করতে পারলেও, তাঁদের মার্কশিট দেওয়া হবে না। শিক্ষকদের একাংশ মনে করছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে র‌্যাগিং রোধে একটি গুরুত্বপূর্ণ বার্তা যাবে।

র‌্যাগিংয়ের বিরুদ্ধে বার্তা

২০২৩ সালের ঘটনার পরেও যাদবপুরের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ, আলিপুর কোর্টে র‌্যাগিং-জনিত মৃত্যুর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর এই পদক্ষেপ ছাত্র সমাজে সচেতনতা বৃদ্ধি করবে এবং দায়িত্বহীন আচরণে লাগাম টানবে।

Related Articles